দেশের ১৪তম সেনাপ্রধান হিসেবে আজ বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছেন সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি। এর আগে পদোন্নতিপ্রাপ্ত লে. জেনারেল আবু বেলালকে জেনারেল পদমর্যাদার ব্যাচ পরানো হয়। তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হলেন।
আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার অবসরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জেনারেল আবু বেলাল শফিউল হক ১০ জুন সেনাপ্রধান নিযুক্ত হন। ওই দিনই তিনি জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। আবু বেলাল ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্রবাহিনী শাখার প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আবু বেলাল ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী জেনারেল বেলাল কর্মজীবনে সোর্ড অব অনারসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন।
দেশে ও বিদেশে সামরিক বিষয়ে প্রশিক্ষণ নেওয়া আবু বেলাল বর্তমানে ‘রিজিওনাল কানেকটিভিটি’র ওপর পিএইচডি করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে ইরাক, ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় এর আগে কাজ করেছেন। স্ত্রী সোমা হক, এক মেয়ে ও এক ছেলে নিয়ে তার পরিবার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তার অনুজ।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৫/ রশিদা