পতাকা বৈঠকের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে অপহৃত নায়েক রাজ্জাককে ছিনিয়ে নেওয়া অস্ত্র ও গুলিসহ হস্তান্তর করেছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। তাকে হেলিকপ্টারে করে ঢাকায় এনে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ সেখানে উপস্থিত থাকবেন। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। পিলখানা সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসীন আলী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মিয়ানমারের মংডুতে বিজিবি-বিজিপি পতাকা বৈঠকের পর রাজ্জাককে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ওই পতাকা বৈঠক শুরু হয়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মগবাজার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে মাদকদ্রব্য রোধসংক্রান্ত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কিছুক্ষণের মধ্যে অপহৃত বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হবে। মিয়ানমার থেকে তাকে বিজিবির পিলখানার সদর দপ্তরে আনা হবে।
১৭ জুন সকালে দমদমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়ায় টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। ওই সময় একদল চোরাকারবারীকে ধাওয়া করেন বিজিবি। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলি চালায়। এতে বিপ্লব কুমার নামে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নায়েক রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এরপর নায়েক রাজ্জাকের হাতকড়া পরা ছবি প্রকাশ করে বিজিপি। নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে দিতে দফায় দফায় পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। এতে বিজিপি কোন সাড়া দেয়নি। একপর্যায়ে মিয়ানমারের বন্দী থাকা ৫৫৫ জন অভিবাসীকে ফিরিয়ে আনলেই রাজ্জাককে ফিরিয়ে দিবে বলে জানায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। পরে কোন শর্ত ছাড়াই তাকে ফিরিয়ে দিতে রাজি হয় মিয়ানমার।
বিডি-প্রতিদিন/২৫ জুন ২০১৫/ এস আহমেদ