যানজট নিরসন, আন্তঃজেলা ও আর্ন্তজাতিক যাতায়াত সহজ করতে রংপুর শহর ও শহর সংলগ্ন ১৬ কিলোমিটার রাস্তাকে চার লেনে উন্নীত করা হয়েছে। আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পটি শেষ করতে খরচ হয় ১২৬ কোটি ২৪ লক্ষ টাকা। ১৬.২৪ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের মধ্যে রংপুর শহর অংশে ৮.২৪ কিলোমিটার এবং রংপুর বাইপাস অংশে ৮ কিলোমিটার সড়ক রয়েছে।
বিভাগীয় শহর রংপুর উত্তরাঞ্চলের ৬টি জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের প্রবেশদ্বার। সীমান্তবর্তী বাংলাবান্ধা, বিরল, বুড়িমারী ও সোনাহাট স্থলবন্দর থেকে রাজধানী ঢাকা এবং সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মংলার যোগাযোগ রক্ষাকারী মহাসড়কটি রংপুর বিভাগীয় শহরের উপর দিয়েই গেছে। এ মহাসড়কটি ব্যবহার করে স্থলবন্দরগুলোর মাধ্যমে ভারত, নেপাল ও ভুটান হতে পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে।
মহাসড়ক উদ্বোধনের সময় গণভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রংপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনে সংযুক্ত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাসহ স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা-কর্মী এবং সরকারের সড়ক বিভাগের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৫/শরীফ