বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দুর্নীতি-অনিয়ম দূর করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত 'জেলা প্রশাসক সম্মেলন-২০১৫'-এর প্রথম দিনের দ্বিতীয় কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্কুল, কলেজ-মাদ্রাসায় উপযুক্ত শিক্ষক নিয়োগে অনিয়ম-দুর্নীতির কারণে সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ গঠন করে। তবে এখানে স্বজনপ্রীতি ও ঘুষ নেওয়ার সুযোগ আছে। এজন্য পিএসসির ধাঁচে এনটিসিই গড়ে তুলছি। পরীক্ষা নিয়ে শিক্ষক বাছাই করবো। স্কুল চাহিদা দেবে, সে অনুযায়ী বিশেষজ্ঞ দ্বারা নিয়োগকৃত হয়ে শিক্ষকরা যোগদান করবেন’।
নুরুল ইসলাম বলেন, শিক্ষক বাছাই করার ব্যাপারটা আর ওই জায়গায় থাকছে না। বিশেষ এলাকায় বিশেষ ব্যক্তির প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ হওয়ার আশা করছি।
ক্লাসরুম সংকটের কারণে পরীক্ষার সময় ক্লাস না হওয়ায় আলাদা হল রুম স্থাপনের কথা জানিয়েছেন ডিসিরা। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আলাদা হলরুম বানানোর মতো এতো অর্থ নেই। ভবিষ্যতে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন হবে। হুবহু পরীক্ষা রেখে হল বানানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা চিন্তা করছি, নতুন কিছু করতে চাই।
প্রশ্ন ফাঁসের বিষয়টি ডিসিদেরও নজরে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, কিছু কিছু স্কুল এমসিকিউ প্রশ্ন বলে দেয়, এটি তাদের নজরেও আসছে। আমাদের নজরেও আসছে। যেসব শিক্ষক নিজেরা প্রাইভেট পড়ান এবং সাহায্য করার ব্যবস্থা করেন, এবার আরও কড়াকড়ি করবো। কোনো শিক্ষক রেহাই পাবেন না। এ সব শিক্ষক কলঙ্ক।
বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব