পঁচাত্তরের ১৫ অগাস্ট ঘাতকের বুলেট বাবা-মা, স্বজনদের সঙ্গে স্তব্ধ করে দিয়েছিল ছোট শিশু রাসেলকে। বঙ্গবন্ধুর সেই ছোট ছেলেটির আজ জন্মদিন। ছোট ভাই শেখ রাসেলের জন্মদিনে তার আত্মার শান্তি কামনা করে মিলাদ পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু'হাত তুলে দোয়া করেন ভাইটির জন্য। এ সময় তার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে।
রবিবার মাগরিবের পর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরে' এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনাসহ পরিবারের সদস্যরা মিলাদে অংশ নেন। মিলাদ শেষে রাসেলসহ ১৫ অগাস্টে নিহতদের জন্য দোয়া করা হয়।
মিলাদে অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও আমিনুল ইসলাম আমিন, সাংসদ শেখ ফজলে নূর তাপস মিলাদে উপস্থিত ছিলেন।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বর্তমান বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। ১৯৭৫ সালের ১৫ অাগস্ট বাবা-মাসহ পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে ঘাতকরা হত্যা করে শিশু রাসেলকেও। সে সময় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত ১১ বছরের রাসেল।
তার জন্মদিন উপলক্ষে রবিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/ এস আহমেদ