মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আবেদন করেছেন দেশি-বিদেশি সাত নাগরিক। সাতজনের মধ্যে চারজন পাকিস্তানের নাগরিক, একজন আমেরিকার নাগরিক এবং বাকি দুজন বাংলাদেশি।
সোমবার সকালে এই সাত নাগরিকের পক্ষে সাকা চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান এই আবেদন করেন।
প্রসঙ্গত, সাকা চৌধুরী ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে ইতোমধ্যে রিভিউ আবেদন করেছেন। তা শুনানির অপেক্ষায় আছে।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ