রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলীয় নেত্রীসহ রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের বেতন ও পারিতোষিক (সম্মানী) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মূল বেতনের সঙ্গে আনুপাতিক ও সময়োপযোগী করে ভাতার পরিমাণও বাড়ানো হচ্ছে।
২০১৫ সালের জুলাই মাস থেকে মূল বেতনের বাড়তি অংশ পাবেন তারা। ভাতা কার্যকর হবে ২০১৬ সালের জুলাই মাস থেকে। এজন্য ছয়টি আইন সংশোধন করতে হবে। নভেম্বর মাসে বসতে যাওয়া সংসদ অধিবেশনে এই সংশোধনীগুলো তোলা হবে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে (৮১তম) বেতন ও সম্মানী বাড়ানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত ছয়টি আইন সংশোধনের প্রস্তাবের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, অষ্টম বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিদের বেতন বাড়ানো হয়েছে। কারও বেতন দ্বিগুণের বেশি বেড়েছে, কারও প্রায় দ্বিগুণ হয়েছে।
এর মধ্যে রাষ্ট্রপতির বেতন প্রায় দ্বিগুন বেড়েছে। প্রধানমন্ত্রীর বেড়েছে দ্বিগুণের বেশি।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ