রাজধানীর গুলশানে বেপরোয়া গাড়ি চালিয়ে ৪ জনকে আহতের ঘটনায় সাবেক এমপি এইচ বি এম ইকবালের ভাতিজা ফারিজ রহমান ও গাড়ির মালিকের বিরুদ্ধে আগামী ২ সপ্তাহের মধ্যে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ইকবাল কবিরের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
অনীক আর হক বলেন, ১২ অক্টোবর গুলশানে কার রেসিংয়ের সময় দুর্ঘটনা ঘটে। পত্র-পত্রিকায় এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু ঘটনার ৮ দিন পরেও পুলিশ মামলা করেনি। মোটরযান আইন অনুসারে ২১ দিনের মধ্যে মামলা না করলে আর কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তাই জনস্বার্থে সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী রিট করেন।
এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট দুর্ঘটনার ঘটনায় গাড়ির চালক (ঢাকা মেট্রো ঘ ১১-৮৯৭৬) ও মালিকের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছেন।
রুলে ওই দুর্ঘটনায় পুলিশের মামলা না করা কেন অবৈধ হবে না এবং দোষীদের কেন আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ কমিশনার (তদন্ত) ও গুলশান খানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব