মৌলভীবাজারের শমসেরনগর রোডে অবস্থিত কৃষি ব্যাংকে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৬ লাখ ২৬ হাজার টাকা লুটে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সিকিউরিটি গার্ডসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত সাড়ে রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আটকদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ সালেক জানান, রাত দশটার দিকে ব্যাংক ম্যানেজার ফোন করে জানান, ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা নগদ ৬ লাখ ১৬ হাজার ১শত ১০ টাকা নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে সিকিউরিটি গার্ডসহ তিন জনকে আটক করে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব