সন্ত্রাসবাদ ও উগ্রপন্থিদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে বৃটেন। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল হান্নান সম্প্রতি বৃটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়ারের সঙ্গে দেখা করতে গেলে এ আগ্রহ ব্যক্ত করা হয়। বৈঠকটি নিয়ে টুইট করেছেন বৃটিশ প্রতিমন্ত্রী। সেখানে একটি ছবিও আপলোড করা হয়েছে।
ব্রিটিশ প্রতিমন্ত্রী টুইট বার্তায় লিখেছেন, ‘সন্ত্রাস ও উগ্রপন্থিদের হুমকির বিরুদ্ধে লড়াইয়ে সম্মিলিত পদক্ষেপ দরকার। বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে এ নিয়ে কথা হওয়ায় আমি আনন্দিত।’
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর, ২০১৫/ রশিদা