নিরাপত্তা ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। তবে নিরাপত্তা ইস্যুতে তারা সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বুধবার সকালে সচিবালয়ে ওই চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে রাস্তায় বের হলে এই চার দেশের প্রতিনিধিরা নিরাপত্তা বোধ করছেন বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর, ২০১৫/ রশিদা