বাংলাদেশে দায়িত্বরত নিজেদের ৩৫ থেকে ৪০ জন স্বেচ্ছাসেবীকে ছুটিতে দেশে পাঠাচ্ছে জাপান। কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
জাপানের নাগরিক কুনিও হোশি রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর প্রেক্ষিতে স্বেচ্ছাসেবীরা সাময়িক সময়ের জন্য দেশে যাচ্ছেন বলে সূত্র জানায়।
বাংলাদেশের গাজীপুর, রাজশাহী, টাঙ্গাইল, দিনাজপুর, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা এবং ঢাকায় জাপানের ৭৪ জন স্বেচ্ছাসেবী আছেন। এদের মধ্যে অর্ধেকের বেশি তিন-চার সপ্তাহের ছুটিতে দেশে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, তিনি নিশ্চিত করে বলতে পারছেন না যে, কতজন স্বেচ্ছাসেবী এরই মধ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। পরিবার এবং বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করে এ সব স্বেচ্ছাসেবী আবার ফিরে আসবেন বলেও সূত্র জানায়।
উল্লেখ্য, দেশজুড়ে চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের সহিংসতার সময়ও একই উদ্যোগ নিয়েছিল জাপান। বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ দাতা দেশ জাপান ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে স্বেচ্ছাসেবী পাঠাচ্ছে। ২০১৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দেশটির ১ হাজার ২১২ জন স্বেচ্ছাসেবী বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পল্লী উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ