খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দুই বিদেশি হত্যা, গাবতলীতে পুলিশ হত্যা এবং শিয়াদের তাজিয়া মিছিলে বোমা মেরে হত্যায় একই গোষ্ঠী জড়িত। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নব ফর্মুলায় এটা করছে।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে হোসেনী দালান এলাকার ইমামবাড়ায় এলাকায় শিয়া সমাবেশের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনাস্থল পরিদর্শণে এসে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, দুই বিদেশি হত্যা, গাবতলীতে পুলিশ হত্যা এবং শিয়াদের তাজিয়া মিছিলে বোমা মেরে হত্যায় একই গোষ্ঠী জড়িত। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নব ফর্মুলায় এটা করছে। আরও স্পষ্ট করেই বলি- জামায়াত, শিবির, বিএনপি।
প্রসঙ্গত, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে হোসেনী দালান এলাকার ইমামবাড়ায় শনিবার দিবাগত রাত ২টার দিকে শিয়া সমাবেশের প্রস্তুতিকালে গ্রেনেড বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৫/মাহবুব