রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে ডিবি পুলিশ দাবি করেছে। গোয়েন্দা পুলিশের উত্তর জোনের ডিসি শেখ নাজমুল আলম বিষয়টি জানিয়েছেন। আজ সোমবার বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ