নাশকতার আশঙ্কায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকাল থেকে বিমানবন্দরে এ বিশেষ সতর্কতা জারি করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি তানজিনা আক্তার বলেন, 'আমাদের কাছে তথ্য আছে কেউ এমন বিস্ফোরক নিয়ে আসতে পারে যেটি মেটাল ডিটেক্টরে বা রে-তে ধরা পড়বে না। সে আশঙ্কায় বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ফোর্স বাড়িয়ে দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, '৩০০ টাকার টিকিট কেটে ভিজিটরদের বিমানবন্দরের ভেতরে ঢোকার ব্যবস্থাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অবস্থা স্বাভাবিক হলে সেটি আবার চালু করা হবে।'
তিনি বলেন, 'শাহজালাল বিমানবন্দরে নাশকতার হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা কোথা থেকে এ হুমকি দিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আমাদের কাছে তথ্য আছে, শাহজালাল বিমানবন্দরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে একটি গ্রুপ। এজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের কড়া তল্লাশির নির্দেশ ও দর্শণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।'
তিনি জানান, সম্প্রতি দেশে আলোচিত হত্যাকাণ্ডের আসামিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে এ কারণে যেসব বিমানবন্দর থেকে বিদেশে যাওয়া যায় সেসব বিমানবন্দর কর্তৃপক্ষকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/ এস আহমেদ