বাংলাদেশে দুই বিদেশি নাগরিক হত্যা মামলার তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
মঙ্গলবার দুপুরে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু বলেন, 'বাংলাদেশ সরকারের নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি নাগরিকরা আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন। নিরাপত্তার জন্য পুলিশ বাড়তি উদ্যোগ নিয়েছে। গুলশানের কূটনৈতিক এলাকায় আমরা বিভিন্ন সময়ে তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এর ফলে আমাদের বসবাস ও চলাফেরায় ওই এলাকায় আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছি।'
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার ও ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৫/ এস আহমেদ