সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে তল্লাশির নামে গাড়ি না থামানোর নির্দেশ দিয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক। একই সাথে রমজান ও ঈদকে কেন্দ্র করে সকল ধরণের চাঁদাবাজি বন্ধে পুলিশকে তৎপর থাকার নির্দেশও দিয়েছেন তিনি।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আসন্ন রমজান ও ঈদকে কেন্দ্র করে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, রমজানে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে তল্লাশির নামে যানবাহন থামানো যাবে না। এছাড়া রমজান ও ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সকল ধরনের চাঁদাবাজি বন্ধে পুলিশকে তৎপর থাকতে হবে।
সভায় খাদ্যে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার ওপর জোর দিয়ে আইজিপি বলেন, ফরমালিন ও রাসায়নিক উপাদান মিশ্রিত ফল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। একই সাথে মাদক উদ্ধার অভিযান জোরদার করতে হবে।
বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৬/ হিমেল-০৩