শীর্ষ যুদ্ধাপরাধী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পার্লামেন্ট। খবর পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর অনলাইন সংস্করণে এ খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়, মঙ্গলবার পাঞ্জাবের পার্লামেন্ট দুটি প্রস্তাব গ্রহণ করেছে যার একটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, অন্যটি বাংলাদেশের বিরুদ্ধে।
এছাড়া পাঞ্জাব পার্লামেন্ট মৃত্যুদণ্ড পাওয়া বাংলাদেশের জামায়াত নেতাদের বিশেষ অবদানের জন্য পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নিশান-ই-পাকিস্তান’ সম্মাননা দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছে।
বাংলাদেশ নিয়ে প্রস্তাব উত্থাপনকারী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সদস্য আলাউদ্দিন শেখ দাবি করেন, তৎকালীন অবিভক্ত পাকিস্তানের অখণ্ডতা রক্ষার পক্ষে অবস্থান নেওয়ায় জামায়াতে ইসলামীর ওই নেতাদের এমন পরিণতি হচ্ছে। তাই ‘নিশান-ই-পাকিস্তান’ সম্মাননায় ভূষিত করে তাদের প্রতি পাকিস্তানিদের শ্রদ্ধা জানাতে হবে।
এদিকে, গত সোমবার পাকিস্তানের লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ‘ইসলামিক আইনজীবী ফোরাম’-এর এক অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী খাজা সাদ রফিক দাবি করেন, দেশকে ‘ভালোবাসা’র অপরাধেই নিজামীদের শাস্তি হচ্ছে। একই অনুষ্ঠানে পিটিআই নেতা চৌধুরী সারওয়ার বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৬/ আফরোজ