বাবা হচ্ছেন রেলমন্ত্রী মুজিবুল হক। স্ত্রী হনুফা আক্তারকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিগগিরই দেশবাসীকে সু-সংবাদ জানাবেন রেলমন্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে রেলমন্ত্রীর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অপেক্ষার প্রহর গুণছেন মা হওয়ার।
২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন রেলমন্ত্রী। বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেই জাকজমকপূর্ণ বিয়ে। বরযাত্রায় ছিলেন ৬ জন মন্ত্রী, এমপিসহ ৭০০ বরযাত্রীর বিশাল গাড়িবহর। পরবর্তীতে ঢাকায় সম্পন্ন হয় বিবাহোত্তর সংবর্ধনা।
বিডি প্রতিদিন/২৭ মে ২০১৬/ হিমেল-০৮