বিশেষ ক্ষমতা আইনে দারুস সালাম থানার দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। রবিবার ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে চার্জশিট দুটি দাখিল করা হয়। এর একটি মামলায় আসামি রয়েছে ২৮ জন, অন্যটিতে ২৩ জন।
২০১৫ সালে হরতাল অবরোধ চলাকালে ফ্রেব্রুয়ারি ও মার্চ মাসে এ মামলা দুটি দায়ের করা হয়। হরতাল চলাকালে গাড়ি ভাঙচুর ও পোড়ানোর অভিযোগে দায়ের করা দুটি মামলায় খালেদা জিয়া ছাড়াও আসামি করা হয়েছে বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সুলতান সালাউদ্দিন টুকুসহ ৫১ নেতাকে।
এ নিয়ে সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৫টি মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ