চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেলে অজ্ঞাতনামা একটি চিঠিতে তাকে হুমকি দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধীদের বিচারে তার ভূমিকা থাকার কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে।
‘এছাড়া চিঠিতে একমাসের মধ্যে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।’
এ বিষযে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ৩০ মে ১৬/ সালাহ উদ্দীন