প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বাদ মাগরিব তার দাদি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা সায়রা খাতুনের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
মিলাদ ও দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানা এবং শেখ রেহানার কন্যা আজমিনা সিদ্দিকী রূপন্তী, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও পরিবারের অন্যান্য সদস্যরা অংশ নেন।
পাশাপাশি আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারাও এতে যোগ দেন।
মিলাদে প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ