সওজের ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধি ও ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধসহ ১২ দফা দাবি বাস্তবায়নে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দাবি না মানলে আগামী ২৮ আগষ্ট ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একযোগে সারাদেশে টানা ৯ ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ রাখা ও ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ রাখবে তারা।
এ উপলক্ষে আজ সোমবার সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা শাখা কার্যালয়ে ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টয় সংগঠনের গোদনাইল পদ্মা শাখার সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা মো. মজিবুর রহমান, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক মনি, সাংগঠনিক সম্পাদক আহামেদ রুশদী ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, বাংলাদেশ পদ্মা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা শাখার সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আব্দুল জাব্বার, সিরাজ মিয়া, ফোরকার মিয়া, মহিউদ্দিন আহামেদ, মনির হোসেন, জালাল আহামেদ ও আলী হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সওজের ইজারা মাশুল ২৪ হাজার টাকা থেকে অস্বাভাবিক বৃদ্ধি করে ৩ লাখ ৩৭ হাজার টাকা করা হয়েছে। তেল পরিবহনে কমিশন ও গাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে। পুলিশ কাগজ পত্র চেক করার নামে রাস্তায় তেল বহনকারী ট্যাংকলরি দাঁড় করিয়ে চালক, হেলপারদের সাথে অশোভন আচরণ করে। জোরপূর্বক তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে। এ সময় তারা বলেন, সরকারকে আমাদের ১২ দফা দাবি জানানো হয়েছে। আশা করছি সরকার বিষয়টির যৌক্তিকতা ও গুরুত্ব অনুধাবন করে তা বাস্তবায়ন করবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ