চলমান নৌ ধর্মঘটে সৃষ্ট যাত্রীবাহী নৌ চলাচলের ক্ষেত্রে যে সংকট সৃষ্টি হয়েছে, তা নিরসনে মালিক-শ্রমিক সমঝোতায় না পৌঁছাতে পারলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
মঙ্গলবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তিন মাস আগে আমরা উভয়পক্ষের সঙ্গে একটি বৈঠকের মাধ্যমে নৌ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি কাঠামো প্রস্তাব করেছিলাম। কিন্তু শ্রম মন্ত্রণালয় ও শ্রম অধিদফতর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন ব্যর্থ হলো এটা চিন্তার বিষয়।
নৌমন্ত্রী বলেন, যাত্রীবাহী নৌ পরিবহন মালিক সমিতির কোনো নেতা ওই বৈঠকের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায়নি। যারা আদালতে গেছেন তারা সাধারণ নৌযান মালিক।
বুধবার এই বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। আইনি ব্যবস্থা নেওয়ার দায় তাদের। তাই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৬/মাহবুব