বাংলাদেশে অপ্রীতিকর ঘটনার জন্য 'আনসার আল ইসলাম' সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর প্রতিবেদন দাখিল করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মো. মনিরুল ইসলাম একথা জানান।
তিনি বলেন, ‘তদন্তে বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সম্পৃক্তরা পাওয়া গেছে। এরাই পরে নাম পরিবর্তন করে আনসার আল ইসলাম নামে সংঘটিত হয়েছে। তারাই এখন আনসার আল ইসলাম সংগঠনের সদস্য।
তিনি বলেন, এজন্য সংগঠনটি নিষিদ্ধ করা জন্য প্রতিবেদন দাখিল করছি। আশা করছি এ সংগঠনকে নিষিদ্ধ করবে সরকার। এতে সংগঠনটির কার্যক্রম দুর্বল হয়ে যাবে।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৬/মাহবুব