সিরাজগঞ্জের কামারখন্দে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- সিরাজগঞ্জের কামারখন্দে মাথাভাঙ্গা গ্রামের সানোয়ার হোসেন ওরফে সানু (৩০) ও লুৎফর রহমান (৫০)।
এদিকে, বন্দুকে নিহতের খবর জানতে পারে সানোয়ারের স্বজনরা হাসপাতালে এসে লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত দুইজনই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল ইসলাম জানান, ভোর ৬টার দিকে পুলিশ ও র্যাব দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
বিডি প্রতিদিন/ ২৫ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন