কুমিল্লার লাকসাম উপজেলা সদর সংলগ্ন সিলোনিয়া ব্রিজের নিকট মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের স্বামী-স্ত্রী, ছেলে ও মেয়ের জামাইসহ ৫ নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. ইব্রাহিম খলিল।
নিহতরা হলেন নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর উড়িয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো.ইউনুস (৬৮), তার স্ত্রী ছেমনা বেগম(৫৫), ছেলে ফারুক মিয়া(৩২) ও মেয়ের জামাই একই উপজেলার বারাহিপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে লাতু মিয়া (৩৯) ও মাইক্রেবাস চালক লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর বশুয়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে মো. নুরুন্নবী (২৮)।
ইব্রাহিম খলিল বলেন, নোয়াখালী থেকে মাইক্রোবাসটি ঢাকা যাচ্ছিলো। সিলোনিয়া এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ওই মাইক্রোবাসে থাকা ৫ নিহত হয়েছেন। ইউনুস মিয়ার এক ছেলে অসুস্থ হয়ে ওমান থেকে দেশে ফিরে ঢাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলো। তাকে নিয়ে যেতে তারা সেখানে যাচ্ছিলেন। বাঁকের নিকট দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৬/মাহবুব