পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তারা পুলিশের ওপর গ্রেনেড ও গুলি ছোঁড়ায় বাধ্য হয়ে অভিযান চালানো হয়েছে।
শনিবার সকালে পাইকপাড়ায় ওই জঙ্গি আস্তানায় ‘হিট স্টর্ম ২৭’ নামের এক ঘণ্টার অভিযানে চালায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট, সোয়াট ও স্থানীয় পুলিশ। এতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত তামিম চৌধুরীসহ তিনজন নিহত হন।
অভিযান শেষে আইজিপি শহীদুল হক সাংবাদিকদের আরও বলেন, অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে এক জঙ্গির সঙ্গে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার কথিত সমন্বয়কারী তামিম চৌধুরীর ছবির হুবহু মিল রয়েছে। এতে স্পষ্ট, তিনি তামিম হবেন।’
আইজিপি বলেন, তামিমই নিউ জেএমবির সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছিলেন। গুলশানসহ সব হামলাই নিউ জেএমবি চালিয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৬/মাহবুব