চিকিৎসার জন্য ৭ দিনের সফরে যুক্তরাজ্যের পথে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের পাশাপাশি সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। চিকিৎসা শেষে আগামী ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তার প্রেসসচিব মো. জয়নাল আবেদীন।
প্রসঙ্গত, ৭৩ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।
বিডি-প্রতিদিন/২৮ আগস্ট, ২০১৬/মাহবুব