বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে উত্তরাঞ্চলের জেএমবির সামরিক কমান্ডার বদর মামা ওরফে খালেদ মামাসহ ২ জঙ্গি নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৩টার দিকে ইউনিয়নের সিরাজনগর গ্রামের পার্শ্ববর্তী নয়লাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজীউর রহমান।
গুলি বিনিময়ের ঘটনায় পুলিশের ২ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও গ্রেনেড তৈরির মালামাল জব্দ করেছে।
পুলিশ কর্মকর্তা গাজীউর রহমান বলেন, ভোর সাড়ে ৩টার দিকে পুলিশের সঙ্গে জঙ্গিদের এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে নিহত দুই জঙ্গির মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত দুই পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৬/মাহবুব