যুক্তরাষ্ট্র থেকে ঢাকার আনার পর বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় মরদেহ শহীদ মিনারে পৌঁছালে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু করা হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। তারপর সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করা শুরু করেন।
এর আগে, বুধবার সকাল ৯টায় কবির মরদেহবাহী ফ্লাইট (এমিরেটস) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার স্ত্রী নীরা কাদরী, কবিপুত্র আদনান কাদরী এবং পারিবারিক বন্ধু সাবিনা হাই উর্বি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের সঙ্গে কবির মরদেহ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
প্রধানমন্ত্রীর কার্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, শহীদ মিনারে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ কাদরীকে দাফন করা হবে।
প্রসঙ্গত, ২৮ আগস্ট রবিবার সকাল ৮টা ২০ মিনিটে নিউইয়র্কে নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন কবি শহীদ কাদরী।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৬/মাহবুব