আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি’র অগ্রিম বাস টিকেট বিক্রি শুরু হবে।
যাত্রীরা ঢাকার মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়ার সিবিএস-২ এবং মিরপুর দ্বিতল বাস ডিপো থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন।
জানা গেছে, এবার ঈদ উপলে ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচলের জন্য বিআরটিসি’র স্পেশাল সার্ভিসে থাকছে ৪৫০টি বাস। এ ছাড়া, আগামী ০৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বাইরের জেলাগুলো থেকে বিভিন্ন গন্তব্যে বিআরটিসি’র ৫০০টি বাস ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে চলাচল করবে।
পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেড-এ ৩০টি বিআরটিসি’র বাস যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমান (স্ট্যান্ডবাই) থাকবে।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৬/মাহবুব