রাজধানীতে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত ৩২১টি ভবন অপসারণে সময় বাড়িয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে ভবন মালিকদের নিজেদের স্থাপনা অপসারণ করতে অনুরোধ জানানো হয়েছে। এসব ভবনের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গত ২৭ এপ্রিল রাজউক ও সিটি করপোরেশনকে দেয়া এক আদেশে এই ৩২১টি ভবন অপসারণে এক মাস সময় দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি। ওই সময়ে মধ্যে কেন ভবন অপসারণ হয়নি- সে বিষয়ে কোনো তথ্য না দিয়ে সচিব বলেন, সব ধরনের ইউটিলিটি সার্ভিস বন্ধ করে দিলে ওইসব ভবনে এমনিতেই কেউ থাকতে চাইবে না।
ত্রাণ সচিব মো. শাহ কামাল জানান, ঢাকায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনগুলোর মধ্যে সরকারি ভবনও রয়েছে। আর খুলনায় ৪০টি, সিলেটে ৩১টি, চট্টগ্রামে ২৪টি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ২০১৪ সালের ১৫ জুন জাতীয় সংসদে এই ৩২১টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার কথা জানান। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে বিশেষ রং দিয়ে চিহ্নিত করে তাতে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিতেও এর আগে রাজউক ও সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছিল সরকার।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৬/ফারজানা