ফের ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। প্রাথমিকভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে ভূমিকম্পের কথা জানা গেছে।
বুধবার রাত ১২টা ৫৪ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের মাউলাইক থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৯৩ দশমিক ২ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১ মাত্রা
এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ৯ মিনিটের ত্রিপুরাসহ সারাদেশে ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৪