নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম প্রস্তাবের উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়েছে, সার্চ কমিটি গঠন সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের সপ্তম ১১৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।’
রিটে ইসি সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে (আহ্বায়ক) ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ২৫ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবারই আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠক করেছেন তারা। সার্চ কমিটি এদিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করা রাজনৈতিক দলগুলোকে পাঁচটি করে নাম আগামী ৩১ জানুয়ারির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। সেখান থেকে নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে সংক্ষিপ্ত তালিকা পাঠাবে সার্চ কমিটি। নিয়ম অনুযায়ী সার্চ কমিটির সদস্যদের দেয়া নামগুলো থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।
আওয়ামী লীগ এ সার্চ কমিটিকে স্বাগত জানালেও বিএনপি প্রতিবাদ জানিয়ে আসছে। তাদের মতে আওয়ামী লীগের পছন্দের লোকদের দিয়ে গঠন করা হয়েছে সার্চ কমিটি। শনিবারও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দল হিসাবে আমরা (বিএনপি) এই সার্চ কমিটি থেকে নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ