ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। এ সময় পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে।
রবিবার রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, গত ০৩ জানুয়ারি হাইকোর্টের রায় ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছিলেন আপিল বিভাগ। কিন্তু হাইকোর্টের রায়ের অনুলিপি না পাওয়ায় লিভ টু আপিল করতে এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। পরে আদালত এক সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন এম মনজুর আলম।
প্রসঙ্গত, ২০১২ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশনের ওপরে ৪.৫ শতাংশ করারোপ করে সরকার। এর তিন বছর পর ২০১৫ সালে তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়। ওই বছরের ১৬ অক্টোবর এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে দুই অভিভাবক। পরে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট ভ্যাট আরোপ স্থগিত করে রুল জারি করেন। পরে অবশ্য হাইকোর্টের স্থগিতাদেশ ১৪ অক্টোবর স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব