মেহেরপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫) নামের ৪ জন নিহত হয়েছে।
গত সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত সাদ্দাম হোসেন একই উপজেলার পিরোজপুর গ্রামের ভাদু হোসেন, রমেশ কর্মকার সোনাপুর গ্রামের বোনমালী কর্মকার, সোহাগ টুঙ্গি গোপালপুর গ্রামের মনির উদ্দিন ও কানন একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
নিহতরা সোনপুর গ্রামে জোড়া খুন হত্যা মামলার আসামী বলে ধারণা করছে পুলিশ।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছালে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ঘটনা স্থলেই নিহত হয় ৪ সন্ত্রাসী। এ ঘটনায় সহকারি পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব, এসআই তারিক আজিজ ও রফিকুল ইসলামসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে ।
আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতরা সোনাপুর গ্রামের মজিদ ও আসাদুল হত্যার সাথে জড়িত বলে ধারণা করছে পুলিশ। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পনে ৪ টার দিকে গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে আজ সকাল ১১ টায় এ বিষয়ে মেহেরপুর পুলিশ সুপারের দপ্তরে প্রেস বিফ্রিং এর আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন