আজ অষ্টম বর্ষে পা রেখেছে কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ২০১০ সালের এই দিনে প্রতিষ্ঠা পায় এই সংবাদ মাধ্যমটি। এরপর খব অল্প সময়েই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে পত্রিকাটি। আজ মহাসমারোহে চলছে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। সকাল ১১টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনসন সেন্টারে শুরু হয়েছে এ উৎসব।
দিনব্যাপী এই উৎসবে একে একে আসছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, সচিব, মন্ত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে শোবিজ তারকারা। তারা অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন পরিবারকে। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনসন সেন্টারে।
বিডি প্রতিদিন/১৫ মার্চ ২০১৭/হিমেল