চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর বিডিনিউজের।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মহিউদ্দৌলা রেজা জানান, জঙ্গিদের অবস্থানের গোপন খবর পেয়ে বুধবার বিকাল ৩টার দিকে উপজেলা সদরের প্রেমতলা এলাকায় শহীন নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান শুরু করে সীতাকুণ্ড থানা পুলিশ।
একই সময়ে মধ্যম মহাদেবপুরের আমিরাবাদ এলাকায় সুরেশ বিশ্বাস নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে অভিযান শুরু করে পুলিশের আরেকটি দল।