বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খোন্দকার দেলোয়ার হোসেন বাংলাদেশ ও দলের স্বার্থের জন্য নিজেকে উৎস্বর্গ করেছিলেন। বিএনপির দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মহা-সচিবের দ্বায়িত্ব দিয়েছিলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা, নিষ্ঠা, দূরদর্শিতা ও দায়িত্বের সাথে তা পালন করেছিলেন। আমরা তার অভাব এখনও অনুভব করি। তিনি চলে যাওয়ায় আমাদের দলের জন্য অপূরনীয় ক্ষতি হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের নিজ বাড়িতে তার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে জনস্বার্থ বিরোধী চুক্তি হলে জনগণ তা মানবে না। গণতান্ত্রিক সরকার হলে চুক্তির আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই চুক্তি করতো। দখলদারী সরকার বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত করছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সায়ফুল আলম নিরব, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য অ্যাড. খোন্দকার আব্দুল হামিদ ডাবলুসহ বিভিন্ন স্থরের নেতা কর্মী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ