গাজীপুরে জয়দেবপুর রেল জংশনের সিগনালের কাছে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকালে ঢাকাগামী 'যমুনা এক্সপ্রেস' ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, ট্রেনটি জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। সকাল পৌনে ৭টার দিকে পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়।
বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরমে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে অন্য সকল লাইনে ট্রেন চলাচল স্বভাবিক রয়েছে।
বগি উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল প্রকৌশল বিভাগের লোকজন কাজ করছেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ