ঢাকা-ময়মনসিংহ রুটে ছয় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরে জয়দেবপুর রেল জংশনের সিগনালের কাছে ঢাকাগামী 'যমুনা এক্সপ্রেস' ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ হয়ে যায়।
লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ার পর শুক্রবার বেলা ১২টা ৫৫ মিনিটে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
সকাল পৌনে ৭টার দিকে পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। এতে যাত্রী নিয়ে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। ঢাকা থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে রেল লাইনের মেরামত ও লাইনচ্যুত বগিটি উদ্ধার কাজ শুরু করে।
বিডি প্রতিদিন/১৭ মার্চ, ২০১৭/ফারজানা