দেশের ৬৮টি কারাগারে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া বিমানবন্দরগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
কারা অধিদফতরের অতিরিক্ত কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) কর্নেল মো. ইকবাল হাসান জানান, রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল