রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার পুরো ক্যাম্প এলাকায় তল্লাশি চালাচ্ছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট। বিষয়টি নিশ্চিত করে র্যাবের এক কর্মকর্তা জানান, ক্যাম্পে আরো কোনো বোমা আছে কিনা সেই শঙ্কায় এই তল্লাশি চলছে। পুরো ক্যাম্প এলাকায় সুইপিং (তল্লাশি) করছে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।
এদিকে তল্লাশী চলার কারণে ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীরা বিচ্ছিন্নভাবে তথ্য সংগ্রহ করছেন।
বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৭/হিমেল