উত্তরার পর একইভাবে রাজধানীর খিলগাঁওয়ে র্যাব চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে নিহত হওয়া যুবকের শরীরে সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) তুহিন মোহাম্মদ মাসুদ জানান, নিহত যুবকের শরীরে বোমায় ভর্তি একটি সুইসাইডাল ভেস্ট রয়েছে। এটি তার শরীর থেকে পৃথক করার কাজ চলছে।
এদিকে ঘটনাস্থলের চারদিক ক্রাইম সিন ইউনিটের ফিতা দিয়ে কর্ডন করে রাখা হয়েছে। বোম্ব ডিস্পোজাল ইউনিট কর্তৃক নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল ও বিস্ফোরকসহ খিলগাঁওয়ের শেখের জায়গায় র্যাব-৩ এর চেকপোস্টে ওই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা চালান। পরে চেকপোস্টে থাকা র্যাব সদস্যদের গুলিতে ওই যুবক নিহত হন।
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৭/হিমেল