মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকরের চিঠি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। সোমবার সকাল ১০টার পর এ চিঠি পৌঁছয়।
কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (প্রিজনস) মো. তৌহিদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মুফতি হান্নানের চিঠি কারাগারে পৌঁছেছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দণ্ড কার্যকরের সময় ঠিক করা হবে।
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং দেলওয়ার ওরফে রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি। এ তিন জঙ্গির মধ্যে রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দী। বাকি দু'জন মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলম বিপুলকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে।
গত ২১ মার্চ কারাগারে মুফতি হান্নান ও তাঁর দুই সহযোগীকে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়। কারাবিধি অনুযায়ী যেদিন মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়, সেদিন থেকে ২১ দিনের আগে নয়, ২৮ দিনের পরে নয়, এমন হিসাব করে রায় কার্যকর করা হয় বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৭/মাহবুব