স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিভিন্ন সময় ষড়যন্ত্র করে বা অবৈধভাবে বিএনপিই ক্ষমতায় এসেছিল। জনগণের ভোট ছাড়া আওয়ামী লীগ কোনো দিন ক্ষমতায় আসেনি এবং কোনো বিকল্প পন্থা নিয়েও ভাবে না। আজ রাজধানীর মহাখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পণ্যাগার পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পণ্যাগারে অগ্নিকান্ডের ঘটনায় মাঠ পর্যায়ের সরবরাহে কোনো সংকট হবে না। দেশের ৪৮৮টি উপজেলা ও ২১টি আঞ্চলিক সংরক্ষণাগারে তিন মাসের ওষুধ মজুদ আছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর তিনটি কমিটি গঠন করেছে। কমিটিগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। এরমধ্যেই সরকার নতুন করে ওষুধ ও অন্যান্য উপকরণ সংগ্রহের উদ্যোগ নিচ্ছে। ফলে ভবিষ্যতেও কোনো বড় সংকট সৃষ্টি হবে না।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ মন্ত্রণালয়, অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/এ মজুমদার