প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সন্ধ্যায় কওমি সনদের স্বীকৃতি ঘোষণা করবেন। এসময় গণভবনে উপস্থিত থাকবেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, হেফাজতে ইসলামের আমির, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (ঢাকা বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফীসহ দেশের শীর্ষস্থানীয় তিন শতাধিক আলেম-উলামা।
তিনশতাধিক আলেমের মধ্যে বেফাকের পক্ষ থেকে আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে অংশগ্রহণ করবে ১৫০ জন। গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের সভাপতি পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমীনের নেতৃত্বে অন্য চার বোর্ড থেকে অংশগ্রহণ করবে ১৫০ জন। শোলাকিয়া ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে যাবেন ১০ জন আলেম।
গত ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে দেশের ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কওমি সনদের স্বীকৃতির বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছান। এরপর শুরু হয় সনদের রূপরেখা প্রণয়নের কাজ।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/ফারজানা