ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, মঙ্গল শোভাযাত্রায় কেউ মুখোশ পরতে পারবে না। মঙ্গল শোভাযাত্রা আয়োজক সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়েল চারুকলা ইনস্টিটিউটের কোনো সদস্যও মুখোশ ব্যবহার করতে পারবে না। এ বিষয়ে আয়োজক সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এর সামনে পুলিশ ও পেছনে র্যাব-পুলিশ থাকবে। পাশাপাশি শোভাযাত্রার দুই পাশে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টনী। যে পথ দিয়ে মঙ্গল শোভাযাত্রা নিয়ে যাওয়া হবে সেই পথে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর ওয়াচ টাওয়ার।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/ফারজানা