জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন হাজার ২৮৯ কোটি ৪৩ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৪১২ কোটি ৪৪ লাখ টাকা, বাস্তবায়নকারি সংস্থা থেকে ৩৪ কোটি ৫৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৪২ কোটি ৪০ লাখ টাকা। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদেও ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারাণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ।
পরিকল্পনামন্ত্রী জানান, পুলিশের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া সরকারি সব কর্মচারির জন্য শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার